সারাদেশ
প্রকাশনার সময়: ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:৩৫ এএম
৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
Share on:
কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এসময় ঘন কুয়াশার কারণে চরলক্ষ্মী চ্যানেলে ফেরি কামিনী নোঙর করা ছিল।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন এই তথ্য জানিয়েছেন।
মো. ইকবাল হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ঘন কুয়াশা দেখা দেয়। কুয়াশার কারণে রাত ৩টা থেকে আজ শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। নৌপথের দুর্ঘটনা এড়িয়ে চলতে রুটটিতে ফেরি চলাচল বন্ধ রেখে চরলক্ষ্মী চ্যানেলে ফেরি কামিনী নোঙর করে রাখা হয়। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এনএইচ