tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২১ নভেম্বর ২০২৩, ১৩:৫৬ পিএম

সংবাদ সংগ্রহে গিয়ে আটক দুই সাংবাদিক, রিমান্ড আবেদন পুলিশের


1700550757rabbi
সাংবাদিক রাব্বী আল রাহিদ

পেশাগত দায়িত্ব পালনের সময় দুইজন মাল্টিমিডিয়া সাংবাদিককে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের ও পাঁচদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।


রোববার (১৯ নভেম্বর) রাজধানীর শঙ্কর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত সাংবাদিকরা হলেন- প্রতিদিনের ক্যাম্পাসের নিজস্ব প্রতিবেদক জহিরুল ইসলাম ও প্রজন্ম নিউজের সিটি (মাল্টিমিডিয়া) প্রতিবেদক রাব্বী আল রাহিদ।

জানা যায়, বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে রাজধানীর শঙ্কর এলাকায় মিছিল বের করে বিএনপি-জামায়াতের সমর্থকরা। মিছিল দেখে হরতালের সংবাদ সংগ্রহে থাকা প্রতিদিনের ক্যাম্পাসের নিজস্ব প্রতিবেদক জহিরুল ইসলাম ও প্রজন্ম নিউজের সিটি রিপোর্টার রাব্বী আল রাহিদ মিছিলের ছবি ও ভিডিও সংগ্রহ করতে এগিয়ে যান। এ সময় মোহাম্মদপুর থানা পুলিশের একটি টহলরত দল সেখানে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকদের আটক করেন। এ সময় সাংবাদিকের সাথে থাকা আইডি কার্ড, মোবাইল, ট্রাইপড নিয়ে নেয় পুলিশ। পরিচয় জানার পরও তাদের আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি জানতে পেরে রোববার রাতে ১৮-২০ জন সাংবাদিকের একটি দল মোহাম্মদপুর থানায় গিয়ে তাদের আটকের বিষয় জানতে চান। এ সময় আটককৃত সাংবাদিকদের জায়ামাত-শিবির তকমা দিয়ে বিভিন্ন অভিযোগ করেন থানা পুলিশ। যদিও থানায় উপস্থিত ছিলেন না ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, তারা দুজনই মাল্টিমিডিয়া রির্পোটার। তাদের সাথে দেখা বা খাবার পৌঁছানোর জন্য অনুরোধ করলে তা নাকচ করে দেয় পুলিশ। রাত ১টা পর্যন্ত অপেক্ষা করার পর সাংবাদিকরা সবাই ফিরে আসেন।

পরে মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আজিজুল হকের সাথে একাধিক সাংবাদিক মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। কিন্তু রবিবার সন্ধ্যা থেকে সোমবার বিকেল হলেও তাদেরকে আটক রাখা হয়। সোমবার ৩টায় মামলা ও পাঁচদিনের রিমান্ড আবেদন করে সাংবাদিকদের কোর্টে পাঠায় পুলিশ। এদিন বিকেলে কোর্টের সময় শেষ পর্যায়ে থাকায় শুনানী না করে তা মঙ্গলবার (২১ নভেম্বর) শুনানী করা হবে জানিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আজ মঙ্গলবার আটক দুই সাংবাদিকের মামলা ও রিমান্ড আবেদনের শুনানী হওয়ার কথা রয়েছে।

এনএইচ