tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ৩১ অক্টোবর ২০২৩, ০৯:৩৫ এএম

ভৈরবে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ককটেল বিস্ফোরণ


87

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।


সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা -সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। আহতদের পরিচয় পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, আওয়ামী লীগ কর্মী রনি মিয়াসহ আরও অনেকে ।

সূত্র জানায়, বিএনপির জামাতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে সকালে ঢাকা -সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় ভৈরব উপজেলা বিএনপি সড়কে অবরোধ পালনে জন্য সদলবলে এলে তখন উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরবর্তীতে সংঘর্ষ শেষে আওয়ামী লীগ কর্মীরা উত্তেজিত হয়ে বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, সকালে দুর্জয় মোড় এলাকায় আওয়ামী লীগ বিএনপির মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দুর্জয় মোড় এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা রয়েছেন।

এনএইচ