tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২১, ১৭:২৫ পিএম

মার্কিন গণতন্ত্রও হুমকির সম্মুখীন : তথ্যমন্ত্রী


তথ্যমন্ত্রী.jpg

বাংলাদেশ সরকারের র‌্যাব ও পুলিশের ৭ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার ইস্যুতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রও আজ হুমকির সম্মুখীন।


বাংলাদেশ সরকারের র‌্যাব ও পুলিশের ৭ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার ইস্যুতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রও আজ হুমকির সম্মুখীন।

আজ বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, যাদের দেশে নির্বাচনের ফলাফলকে ভণ্ডুল করার জন্য সংসদে হামলা হয়, সেখানে ঘেরাও করে পুলিশ অফিসারসহ কয়েকজনকে হত্যা করা হয়, তাদের স্পিকারের চেয়ারে বসে ছবি তোলা হয়। যাদের দেশে এই ধরনের ঘটনায় গণতন্ত্র হুমকির সম্মুখীন, তাদের অন্য দেশকে গণতন্ত্রের সবক দেওয়ার অধিকার রাখে কি না, এটা আমার প্রশ্ন।

কিন্তু বাংলাদেশে এমন ঘটনা কখনও হয়নি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র, তাদের সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনেও তাদের সঙ্গে আমাদের সহযোগিতা রয়েছে।

তাই আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানাব যারা এদেশের স্বাধীনতা চায়নি, এদেশের উন্নয়ন সমৃদ্ধি নিয়ে ঈর্ষান্বিত তাদের কথায় যেন তারা প্রভাবিত ও বিভ্রান্ত না হয়। সেটিই থাকবে আমাদের স্বাধীনতার ৫০ বছরে এসে মুজিববর্ষে আমাদের পত্যাশা।

এইচএন