tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০৯ নভেম্বর ২০২১, ১১:৫৬ এএম

আগামী ১৫ নভেম্বর থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু


ভারতীয় হাইকমিশনারjpg

আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। শুধু আকাশপথে চলাচলের জন্য এ ভিসা দেওয়া হবে।


ভারতীয় টুরিস্ট ভিসা.jpg

আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। সংক্ষিপ্ত পরিসরে এ পর্যটন ভিসা চালু করা হচ্ছে।

তবে শুধু আকাশপথে চলাচলের জন্য এ ভিসা দেওয়া হবে। ১২০ দিন মেয়াদের জন্য দেওয়া এ ভিসায় সর্বোচ্চ ৩০ দিন থাকা যাবে।

doraishami-(1).jpg

আজ মঙ্গলবার ( ৯ নভেম্বর) সকালে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় দুই দেশ একত্রে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।

ভারতীয় হাইকমিশনার.jpg

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বিক্রম দোরাইস্বামী আরও বলেন, ‘পেমেন্ট সংক্রান্ত সমস্যায় আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ কাজে সমস্যা দেখা দেয়।

আগামী সপ্তাহে প্রকল্পটি পরিদর্শনের কথা রয়েছে। আশা করছি শিগগিরই কাজ শেষ হবে।’

তিনি বলেন, ‘এখনো কোভিড পরিস্থিতি চলমান। যে কারণে আপাতত আকাশপথ ব্যবহার করে যাওয়ার পর্যটন ভিসা দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সড়ক ও রেলপথে যাওয়ার ভিসা দেওয়া হবে।’

এইচএন