tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৮ জুন ২০২৪, ১৫:১৫ পিএম

চীনে বন্যা-ভূমিধসে নিহত ৫, নিখোঁজ ১৫


china-20240618135340

ব্যাপক বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা-ভূমিধসে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের মেইঝৌ শহরে নিহত হয়েছেন ৫ জন এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৫ জন। সোমবার এ তথ্য নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি।


এছাড়া বন্যা-ভূমিধসের ফলে জঞ্জাল ও ধংস্তূপের তলায় আটকা পড়েছেন অন্তত ১৩ জন মানুষ। তাদের সর্বশেষ অবস্থা সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। ঘনবসতিপূর্ণ গুয়াংডং প্রদেশে রোববার থেকে শুরু হয় বর্ষণ।

জঞ্জাল সরানো, নিখোঁজদের সন্ধান ও আটকে পড়াদের উদ্ধারে চীনের দুর্যোগ মোকাবিলা দপ্তর মেইঝৌ শহরে ১০ হাজার উদ্ধারকর্মী পাঠিয়েছে।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চরম প্রতিকূল আবহাওয়া সহ্য করছেন চীনের লোকজন। ব্যাপক তাপপ্রবাহে পুড়ছে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশগুলো, অন্যদিকে টানা বর্ষণ ও তার জেরে সৃষ্ট বন্যা-ভূমিধসে নাকাল হচ্ছে দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন প্রদেশ।

জলবায়ুবিদদের মতে, চীনের এই প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির জন্য দায়ী গ্রিন হাউস গ্যাস। চীন বিশ্বের সবচেয়ে বড় গ্রিন হাউস নিঃস্বরণকারী দেশ।

এমএইচ