tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৫ জুলাই ২০২২, ০৮:৫৬ এএম

দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন আজ


Mormu-2022

ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে আজ সোমবার (২৫ জুলাই) শপথ নিচ্ছেন দ্রৌপদী মুর্মু। ইন্ডিয়ান পার্লামেন্টের সেন্ট্রাল হলে সকাল ১০টা ১৫ মিনিটে তাকে শপথবাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমানা। শপথ গ্রহণের পর রাষ্ট্রপতিকে গান স্যালুট দেওয়া হবে। পরে তিনি সেন্ট্রাল হলে ভাষণ দেবেন।


শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে থাকবেন বিদায়ি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্য।

দ্রৌপদী মুর্মু হচ্ছেন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। আর নারী রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়। কয়েকটি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দ্রৌপদী মুর্মুর শপথকে কেন্দ্র করে পার্লামেন্ট ভবনের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। দিল্লির কয়েকটি রাস্তায় যান চলাচল নিষিদ্ধ করতে পারে পুলিশ। রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে।

আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, ভাইয়ের বউয়ের দেওয়া বিশেষ সাঁওতালি শাড়ি পরেই রাইসিনা হিলে পা রাখতে পারেন দ্রৌপদী মুর্মু।

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন তার কন্যা ইতিশ্রী। বিজেপির এক শীর্ষনেতা জানিয়েছেন, নবনির্বাচিত রাষ্ট্রপতির পরিবারের চার সদস্য শপথ অনুষ্ঠানে থাকবেন।

এইচএন