tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ এএম

শাহজালাল বিমানবন্দরের আশপাশ কাল থেকে ‘নীরব এলাকা’


shahjalal-air-port-20240930095731

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আগামীকাল মঙ্গলবার (১ অক্টোবর) থেকে এটি কার্যকর হবে।


ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার— স্কলাস্টিকা স্কুল হতে হোটেল 'লা মেরিডিয়ান' পর্যন্ত এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। বিষয়টি ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে মকবুল হোসাইন বলেন, এসব এলাকায় চলাচলকারী জনগণ, যানবাহনকে হর্ন, ভেপু বাজানো, মাইক, স্পিকার বাজানো, উচ্চস্বরে গান বা বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এনএইচ