tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২২, ১২:৩৩ পিএম

পুতিন সত্যকে ভয় পান : নাভালনি


নাভানি

রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনি বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যকে ভয় পান।


মঙ্গলবার (২২ মার্চ) নাভালনির ৯ বছরের কারাদণ্ড হওয়ার পর তিনি এমন মন্তব্য করলেন।

দেশে তিনি পুতিনের কঠোর সমালোচক হিসেবে পরিচিত। খবর এএফপির।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নাভালনি বলেন, ‘পুতিন সত্যকে ভয় পান’ আমি এ কথা সবসময় বলেছি। রাশিয়ার জনগণের কাছে সত্য প্রকাশে আরোপিত বিধিনিষেধের বিরুদ্ধে লড়াইকে আমরা বরাবরই অগ্রাধিকার দিই।’

নাভালনির আইনজীবী ওলগা মিখাইলোভা এবং ভাদিম কোবজেভকেও আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় পুলিশ আটক করে, ঘটনাস্থলে রয়টার্সের একজন প্রতিবেদক জানিয়েছেন।

এমআই