tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ৩১ অগাস্ট ২০২৪, ১০:২০ এএম

৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়ার কামস্কাটকা


earthquake-2-20240831103122

৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামস্কাটকায়। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩ টা ২৪ মিনিটে হয়েছে এই ভূমিকম্প।


ইউরোপীয় ইউনিয়নের ভূকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার (ইএমএসসি) এক বিবৃতিতে জনিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পটির উৎপত্তিস্থল।

পৃথক এক বিবৃতিতে রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার কামস্কাটকায় ভূমিকম্প হয়েছে মোট ৩টি। প্রথমটি ছিল ৫ দশমিক ৯ মাত্রার এবং পরের দু’টির মাত্রা ছিল যথাক্রমে ৩ দশমিক ৯ এবং ৫। দ্বিতীয় ও তৃতীয় ভূমিকম্প দু’টি ছিল মূলত প্রথমটির ‘আফটার শক’।

যুক্তরাষ্ট্রের সুনামি পূর্বাভাস থেকে সুনামির সতর্কতা জারি করা হলেও রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছে।

এর আগে গত ১৭ আগস্ট কামস্কাটকায় ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। শক্তিশালী এস ভূমিকম্পের জেরে উপদ্বীপটির আগ্নেয়গিরি থেকে কিছু পরিমাণ লাভারও উদ্গীরণ হয়েছিল বলে জানা গেছে।

সূত্র : রয়টার্স

এনএইচ