tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৩ জানুয়ারী ২০২২, ১৩:৫৭ পিএম

রাশিয়া আক্রমণ করলে যুক্তরাষ্ট্র জবাব দেবে: বাইডেন


বাইডেন.jpg

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন।

এ সময় জেলেনস্কিকে আশ্বাস দিয়ে বাইডেন বলেন, রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সুনির্দিষ্টভাবে জবাব দেবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রবিবার (২ জানুয়ারি) হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ফোনালাপে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করেছেন বাইডেন। 

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানান, নেতারা কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন। সামনের সপ্তাহে দ্বিপাক্ষিক কৌশলগত স্থিতিশীলতা নিয়ে সংলাপ হবে। 

আগামী ৯-১০ জানুয়ারি জেনেভায় তিনটি উচ্চ পর্যায়ের মার্কিন ও রুশ আলোচনার প্রথমটি অনুষ্ঠিত হবে। 

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন ইস্যুতে সতর্ক করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন। এবার ইউক্রেনের প্রেসিডেন্টকে সরাসরিই সমর্থনের কথা জানিয়ে দিলেন।

এইচএন