tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৩ নভেম্বর ২০২৩, ১৯:৪০ পিএম

আমাদের ওপর কোনো চাপ নেই : ইসি রাশেদা


dinajpur1-20231123185408

নির্বাচন নিয়ে আমাদের ওপর কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশিদা সুলতানা। তিনি বলেন, আমরা কোনো চাপের ওপর বিশ্বাসী না।


আমরা আমাদের মতো যতটুকু যেভাবে করণীয় সংবিধান সম্মতভাবে ইলেকশন করা দরকার সে পথে হাঁটছি। কোনো চাপ নেই।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অডিটারিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাশিদা সুলতানা বলেন, সকল কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আমাদের ইচ্ছা অবাধ সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন হবে। ভোটাররা আসবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিএনপি এই নির্বাচন অংশগ্রহণ না করলে অংশগ্রহণমূলক হবে কিনা বা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে কিনা- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই প্রশ্নের উত্তর আমাদের সিইসি মহোদয় দিয়েছেন। এখানে নতুন করে কিছু বলার নেই। এখন যেটা আমাদের সামনে করণীয় ইলেকশন এটা করতে হবে।

এ সময় সিভিল প্রশাসন, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

এমএইচ