সম্মাননা স্মারক প্রত্যাখ্যানকে শিশুসুলভ বললেন বেরোবির কলা অনুষদের ডিন
Share on:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে পাওয়া সম্মাননা স্মারক প্রত্যাখ্যান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
শনিবার (১২ অক্টোবর) বেরোবির ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্টানে ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত দুই শিক্ষককে সম্মাননা দেওয়ায় তোপের মুখে সম্মাননা গ্রহণ করতে অস্বীকৃতি জানান তথ্য উপদেষ্টা।
এ ঘটনাকে ঘিরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক শফিক আশরাফ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে মর্মাহতের কথা জানিয়েছেন।
তিনি ফেসবুক পোস্টে লেখেন-ব্যক্তি আর অনুষদের ডিন দুইটা আলাদা বিষয়। অনুষদের ডিনকে অসম্মান করা মানেই গোটা অনুষকে অসম্মানিত করা। আজকে কলা অনুষদকে মঞ্চে তুলে অসম্মানিত করা হয়েছে। একজন শিক্ষার্থীর বক্তব্য শুনে কোনোরূপ যাচাই-বাছাই ছাড়াই উপদেষ্টা নাহিদের সম্মাননা স্মারক প্রত্যাখান করা অত্যন্ত শিশুসুলভ কাজ হয়েছে।
বক্তব্য শেষে কিছু শিক্ষার্থী দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ রায় ও কলা অনুষদের ডিন শফিক আশরাফকে সম্মাননা স্মারক দেওয়ার বিরোধিতা করেন। এরই প্রেক্ষিতে নিজের সম্মাননা স্মারক প্রত্যাখ্যান করেন নাহিদ ইসলাম।
এনএইচ