tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ২০ জুন ২০২২, ১৩:২৭ পিএম

চসিক মেয়রের বাড়িতে হাঁটু সমান পানি


চসিক

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে চট্টগ্রামের নিচু এলাকাগুলো। সোমবার (২০ জুন) সকাল সোয়া এগারোটায় চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর বহদ্দারহাটের বহদ্দার বাড়ির নিচতলায় হাঁটুপানি দেখা গেছে। এ সময় গলিতেও ছিল কোমর সমান পানি।


মেয়রের বাসার নিরাপত্তা কর্মী মাসুদ রানা জানিয়েছেন, মেয়র দোতলায় থাকেন। মেয়রের গাড়িটি বাসার সামনেই পানিতে রয়েছে। বাড়ির উঠান ও সামনের রাস্তায় পানি জমে আছে।

অন্যান্য সময় মেয়রের বাড়িতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, নেতা-কর্মী ও দর্শনার্থীদের উপস্থিতি থাকলেও ১৮ জুন থেকে পানি জমে থাকার কারণে কেউ আসছেন না।

শুধু মেয়রের বাসা বা বহদ্দারহাট নয়, বাদুরতলা সড়কেও জমে আছে হাঁটু পানি। রিকশা-ভ্যানে চড়ে নারী-শিশুসহ সব বয়সী মানুষ চলাচল করছেন।

এমআই