tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৮ এপ্রিল ২০২২, ০৯:৪৫ এএম

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ


জয়শংকর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর সরকারি সফরে আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঢাকায় আসছেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে দিল্লি সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন তিনি।


সরকারি সূত্র জানা গেছে, দুপুর ২টা ১০ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) বঙ্গবন্ধু ঘাঁটিতে পৌঁছানোর কথা রয়েছে তার।

পরে বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন জয়শঙ্কর। এরপর বিকাল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ইফতার ও নৈশভোজে অংশ নেবেন এস জয়শঙ্কর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘বাংলাদেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের প্রেক্ষিতে উভয় দেশের মধ্যে ঘন ঘন দ্বিপক্ষীয় উচ্চ-পর্যায়ের সফর বিনিময় হিসেবে দেখা হচ্ছে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ ২০২১ সালের মার্চ মাসে ঢাকা সফর করেন।

এইচএন