tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৯ মে ২০২২, ০৯:০৯ এএম

আসামে ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় পানিবন্দি ৪ লাখ, নিহত ৮


Assam, India-2022

ভারতের আসাম রাজ্যে সম্প্রতি ভারি বর্ষনে সৃষ্ট বন্যায় ৮ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বর্ষা শুরুর আগে এমন দুর্যোগে পানিবন্দি হয়ে পড়েছে চার লাখের অধিক মানুষ।


বুধবার (১৮ মে) স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে জানিয়েছেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

দেশটিতে ব্রহ্মপুত্র নদের পানি উপচে গত ৩ দিনে রাজ্যটির দেড় হাজারেরও বেশি গ্রাম তলিয়ে গেছে। আজও বৃষ্টি হচ্ছে। আগামী দুই দিনেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে।

আসাম রাজ্যের পানি সম্পদমন্ত্রী পীযূষ হাজারিক বলেছেন, পাঁচ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বন্যা পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠছে।

ভারতীয় সেনাবাহিনী হোজাই জেলায় আটকে পড়া অন্তত ২ হাজার লোককে উদ্ধার করেছে। এখনো উদ্ধার অভিযান চলছে।

বন্যা পরিস্থিতির সংবাদ জানতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

এদিকে, আসামসহ প্রতিবেশী মেঘালয় রাজ্যে রেড অ্যালার্ট এবং উত্তর-পূর্বের বাকী রাজ্যগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

এইচএন