গণআন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার বিদায় নিতে বাধ্য হবে : মোবারক হোসাইন
Share on:
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। ভোটারধিকার ফিরে পেতে তারা সরকারের বিরুদ্ধে অব্যাহতভাবে বিক্ষোভ প্রদর্শন করছে। ভোটাধিকার হরণকারী জালিম সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। গণআন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার বিদায় নিতে বাধ্য হবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট রায় ও একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে জামায়াতের আন্দোলন অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) যশোর পশ্চিম সাংগঠনিক জেলা আয়োজিত জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দিনের সঞ্চালনায় রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন মাওলানা আরশাদুল আলম, মাষ্টার রেজাউল করিম, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক আনোয়ার হোসাইন, অধ্যাপক হাসানুজ্জামান এবং জেলা নেতৃবৃন্দ প্রমুখ।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। অতীতের প্রায় প্রতিটি অংশগ্রহণমূলক সংসদ নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করেছে এবং জামায়াতের উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী বিজয় লাভ করেছেন। এমতাবস্থায় সরকার জামায়াতের নিবন্ধন বাতিল করে গণতন্ত্রকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিশেষ অতিথি মাওলানা আজিজুর রহমান বলেন, সরকার একতরফা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে। এই গণতন্ত্র ধ্বংসকারী ফ্যাসিস্ট সরকার তার অনুগত নির্বাচন কমিশনকে দিয়ে ফরমায়েসি তফসিল ঘোষণা করিয়েছে। দেশবাসী কমিশনের এই ফরমায়েসি তফসিল প্রত্যাখ্যান করেছে। ভোটাধিকার পুনরুদ্ধার করার লক্ষ্যে দেশবাসী বিরোধীদলের কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহণ করছে এবং তথাকথিত তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষণার দাবি জানাচ্ছে। আমরা বিরোধীদলের মতামতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানাচ্ছি।”
প্রেস বিজ্ঞপ্তি