বিএনপির সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক
Share on:
১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক বিকেল ৪টায় শুরু হয়ে এক ঘণ্টা স্থায়ী হয়।
বৈঠকে লন্ডন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে জোট নেতাদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইনে ছিলেন সালাউদ্দিন আহমেদ।
বৈঠক সূত্র জানায়, সভার শুরুতেই রাজপথে অব্যাহত আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখায় জোটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান।
জোটের এক নেতা জানান, বৈঠকে তারেক রহমান দেশবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের ভোট বর্জনের আন্দোনে সফল হয়েছে। দেশের ৯৭ ভাগ মানুষ কেন্দ্রে ভোট দিতে যায়নি। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বিজয় আমাদের সুনিশ্চিত।
সভায় চলমান আন্দোলন অব্যাহত এবং আরও কঠোর কর্মসূচি দেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান জোটের নেতারা। বৈঠকে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এমএইচ