tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৫ জুন ২০২৩, ১৫:০১ পিএম

১৬ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি


4

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১৬ হাজার টন পেঁয়াজ আমদানি অনুমতি পেয়েছে সাত আমদানিকারক। সোমবার (৫ জুন) দুপুরে স্থলবন্দরের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, হিলি থেকে বেশ কয়েকজন ব্যবসায়ী পেঁয়াজ আমদানির জন্য কৃষিমন্ত্রণালয়ের খামার বাড়িতে আবেদন করেন। এরমধ্যে এখন পর্যন্ত সাত ব্যবসায়ী ১৮ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন। এখন পেঁয়াজ আমদানির করতে কোনো বাধা নেই।

এদিকে ভারতীয় ট্রাকচালকদের আন্দোলনের বিষয়ে উভয় দেশের ব্যবসায়ী নেতারা হিলি সীমান্তের শুণ্যরেখার বৈঠকে বসেছেন।

এবি