tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২২ নভেম্বর ২০২২, ২০:৫৫ পিএম

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, নিহত বেড়ে ২৬৮


63

ইন্দোনেশিয়ায় জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া ধব্ংস স্তুপের নিচে এখনো আটকে আছেন বহু মানুষ।


মঙ্গলবার (২২ নভেম্বর) আঞ্চলিক গভর্নর রিদওয়ান কামিল সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।

এর আগে সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ২১ মিনিটে ইন্দোনেশিয়ায় আঘাত হানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ভূমিকম্পে আহত ৩৭৭ জন মানুষকে ‍উদ্ধার করা হয়েছে। নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে অন্তত সাত হাজার ৬০ জনকে।

আহতদের মধ্যে যাদের আঘাত গুরুতর, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালের বাইরে।

জাভার গভর্নর জানান, ভূমিকম্পে এক হাজার লোক তাদের থাকার জায়গা হারিয়েছেন। দুই হাজারের বেশি বাড়িঘর ভেঙ্গে গেছে। এছাড়া ধসেপড়া ভবনের নিচে আটকে থাকা মানুষদের বাঁচানোর জন্য উদ্ধারকারীরা রাতেও কাজ করছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় (ইউএসজিএস) পশ্চিম জাভার সিয়ানজুর এলাকা থেকে ১৮ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ৫ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। 

কম্পনের তীব্রতায় কেঁপে ওঠে লেমব্যাং, বানদুংসহ একাধিক অঞ্চল। বাস্তুচ্যুত হন ১৩ হাজারের বেশি মানুষ, ক্ষতিগ্রস্ত হয় ২২ হাজারেরও বেশি বাড়িঘর।

এন