খেলা
প্রকাশনার সময়: ২৩ জুলাই ২০২৩, ১৫:০৭ পিএম
ইমার্জিং এশিয়া কাপ ফাইনাল: টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
Share on:
ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত আর পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতেছেন ভারত 'এ' দলের অধিনায়ক ইয়াশ ধুল।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলপতি। অর্থাৎ পাকিস্তান 'এ' দল প্রথমে ব্যাট করবে।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পাকিস্তান ৬০ রানে হারায় স্বাগতিক শ্রীলঙ্কা 'এ' দলকে। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩২২ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। জবাবে ৪৫.৪ ওভারে ২৬২ রানে অলআউট হয় লঙ্কানরা।
অন্যদিকে বাংলাদেশ 'এ' দলের দারুণ সুযোগ ছিল ফাইনালে খেলার। ভারতকে ৪৯.১ ওভারে মাত্র ২১১ রানেই গুটিয়ে দিয়েছিলেন বোলাররা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ৩৪.২ ওভারে বাংলাদেশ অলআউট হয় ১৬০ রানে। ৫১ রানের হারে বিদায় হয়ে যায় লাল সবুজ জার্সিধারীদের।
এমআই