tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২১ পিএম

প্রবাসীদের এনআইডি বিতরণ উপলক্ষ্যে ইতালি যাচ্ছেন ইসি রাশেদা


rasada-20231004161745-202311202302591-20240207151356

ইতালিতে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রীয় সফরে দেশটিতে যাচ্ছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। সফরে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন ইসির আরও দুই কর্মকর্তা।


আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইতালি সফরে থাকবেন তারা।

এছাড়া, ইসি রাশেদা সুলতানার সঙ্গে সফর করবেন তার স্বামী, পুত্র ও পুত্রবধূ। ইসি রাশেদা সুলতানার খরচ সরকার বহন করলেও পরিবারের সদ্যসদের যাবতীয় খরচ তিনি নিজে বহন করবেন।

জানা গেছে, ইতালি সফরে যাবেন ইসির সচিবালয় যুগ্ম সচিব (আইন) মাহবুবার রহমান সরকার ও ইসি রাশেদা সুলতানার ব্যক্তিগত সচিব হাবিবা আখতার। তাদের এই সফরের সব খরচ ইসি সচিবালয়ের আইডিইএ প্রকল্প থেকে বহন করা হবে।

এনএইচ