tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৫ নভেম্বর ২০২২, ১৫:২৮ পিএম

গাজীপুরে কম্পোজিট মিলের আগুন নিয়ন্ত্রণে


20221125_100402

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মোশারফ কম্পোজিট মিলস লিমিটেডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।


শুক্রবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. বেলাল আহমেদ। এর আগে সকাল পৌনে ৯টায় সদর উপজেলার ভবানীপুর এলাকায় মোশারফ কম্পোজিট মিলস লিমিটেডে আগুন লাগে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. বেলাল আহমেদ জানান, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মোশারফ কম্পোজিট মিলস লিমিটেড কারখানায় সেমিপাকা এক তলা ভবনে তুলার গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে হতাহতের কোনো খবর ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

এমআই