ঈদের রাতে গোপালগঞ্জে আগুনে পুড়লো ৩৪ দোকান
Share on:
পরিবার নিয়ে সবাই ছিল ঈদ আনন্দে। দিন যেতে না যেতেই সেই ঈদ অনন্দ যেন এক নিমিষেই পরিনত হলো বিষাদে। ঈদের রাতেই আগুনের লেলিহান শিখায় স্বপ্ন ভঙ্গ হলো ৩৪ ব্যবসায়ীর। ক্ষতিগ্রস্তদের অহাজারিতে ভারি হয়ে ওঠে চারপাশ। পোড়া গন্ধ এখন চারিদিকে।
শনিবার (২২ এপ্রিল) রাতে গোপালগঞ্জের কোটলীপাড়া উপজেলার ঘাঘর বাজারে আগুন লেগে পুড়ে গেছে ৩৪টি দোকান। এতে আংশিক ক্ষতি হয়েছে আরো ১০টি দোকানের। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।।
গতকাল রাত সাড়ে ১০ টার দিকে ঘাঘর বাজারের ব্যাপারী পট্টিতে ঘটনাটি ঘটে।
গোপালগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক ও কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ঈদের দিন হওয়ায় বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। রাত সাড়ে ১০টার দিকে ব্যাপারী পট্টি রোডের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া কোটালীপাড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই মধ্যে মুদি, জুয়েলার্স, চায়ের দোকানসহ ৩৪টি দোকান পুড়ে যায়। এছাড়া আরো ১০টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়।
ক্ষতিগ্রস্থ মুদি দোকানদার নিখিল দাস বলেন, ঈদ হওয়ায় বাজারের সব দোকান বন্ধ ছিল। কিভাবে আগুন ধরলো তা বুঝতে পারছি না। আগুনে আমার সব শেষ হয়ে গেছে।আমি এখন নিঃস্ব।
ক্ষতিগ্রস্থ অপর মুদি দোকানদার হানিফ খান বলেন, ঈদে পরিবার পরিজন নিয়ে আদন্দ করছিলাম। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আমাদের সব আনন্দ পুড়ে ছাই হয়ে গেলো। এখন পরিবার নিয়ে কি ভাবে চলবো। আমরা সরকারি সহযোগীতা চাই।
গোপালগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক আরো জানান, কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
এন