সমাজকল্যাণমূলক কার্যক্রমই ইসলামী রাষ্ট্র বিনির্মাণকে নিশ্চিত করে : ড. মাসুদ
Share on:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান গণমানুষের নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় তরুণ-যুবকদের মাঝে মোটর সাইকেল প্রদান করে বলেন, বাউফল উপজেলাবাসীর কল্যাণে আমরা সব সময়ে পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। জরুরি সেবা প্রদানের লক্ষ্যে এসব মোটর সাইকেল যারা ড্রাইভ করবেন, তারা বাউফল উপজেলার মানুষের কল্যাণে পাশে ছুটে যাবেন। আমরা বিশ্বাস করি সমাজকল্যাণমূলক কার্যক্রমই ইসলামী রাষ্ট্র বিনির্মাণকে নিশ্চিত করে তুলতে পারে।
বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মোটর সাইকেল প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বাউফল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম খান, বাউফল উপজেলা সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, পটুয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক খালিদ সাইফুল্লাহ, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এড. মুজাহিদুল ইসলাম শাহীন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও আইন বিষয়ক সম্পাদক মুন্তাসির মুজাহিদ, বাউফল উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইউনুস বিশ্বাস, পটুয়াখালী জেলার সাবেক সভাপতি আলামিন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মানুষ যখন হঠাৎ করে বিপদগ্রস্ত হয়ে পড়েন, তৎক্ষণাত সেখানে জরুরিভাবে ডাক্তার নিয়ে আসার প্রয়োজন হতে পারে। এমনকি বিপদে পড়া একজন মানুষকে যখন এ্যাম্বুলেন্স দিয়ে অথবা অন্যভাবে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না। তখন এসব মোটর সাইকেল পরিচালনাকারী ভাইয়েরা সেখানে গিয়ে দ্রুত বাউফলবাসী ক্ষতিগ্রস্ত ঐ মানুষটিকে নিয়ে হাসপাতালে পৌঁছিয়ে দিবেন এটাই আমাদের উদ্দেশ্য। যাতে করে বাউফলের সাধারণ জনগণ আরও বেশি উপকৃত হবেন। শুধু এতটুকুই নয়, বরং এসব মোটর সাইকেল বাউফল উপজেলাবাসী জনগণের কল্যাণে নানা ভাবে ব্যবহার করে উপকার পাওয়া যাবে সে প্রত্যাশা আমরা করছি। আমরা ইতোপূর্বেও বাউফল উপজেলার বিভিন্ন যায়গায় গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিয়ে নানা সহযোগিতা প্রদান করেছি। আগামীতে সমৃদ্ধ জনপদ হিসেবে বাউফল উপজেলাকে গড়তে আমাদের নানাবিধ কল্যাণকর পরিকল্পনা রয়েছে।
ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, আমরা প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা)-এর হিলফুল ফুজুলের সুন্নাহ বা কল্যাণকামী সংগঠনের আদলে বাউফল ফাউন্ডেশনের মাধ্যমে অত্র এলাকায় সুন্দর কল্যাণমুখী নানা পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি। একাজে বাউফলের স্থানীয় সম্মানিত গণ্যমান্য বক্তিবর্গ বা প্রতিষ্ঠান অথবা সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা পরামর্শ কামনা করছি। কল্যাণমূলক কাজের মাধ্যমেই বিশ্বে ইসলামী বিপ্লব বা বিজয় সূচিত হয়েছিল। আমরা লক্ষ্য করছি আজ দেশে দেশে মানুষ ইসলামের সেই কল্যাণের দিকে ধ্বাবিত হচ্ছে। আমরাও এভাবেই মানুষের কল্যাণ করে বাউফল সহ সারাদেশে ইসলামী বিপ্লবের ভিত্তি রচিত হবে বলে মনে করি। (প্রেস বিজ্ঞপ্তি)
এইচএন