বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া
Share on:
ভারতের বিপক্ষে গো-হারা হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য পাকিস্তানের। তবে এখন পর্যন্ত অজি দুই ওপেনার যেভাবে খেলছেন বড় পরীক্ষাই অপেক্ষা করছে বাবর আজমদের জন্য।
আজ (শুক্রবার) বেঙ্গালুরুতে টস হেরে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু পেয়েছে অস্ট্রেলিয়া। ৩০ ওভারের খেলা শেষে বিনা উইকেটে পাঁচ বারের চ্যাম্পিয়নদের সংগ্রহ ২০৩ রান। বিশ্বকাপে ওপেনিংয়ে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সংগ্রহ এটি। এর আগে ২০১১ বিশ্বকাপে কানাডার বিপক্ষে ১৮৩ রান ছিল এতদিন সেরা।
হারিস রউফদের বেদম পিটিয়ে সেঞ্চুরির পথে রয়েছেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। ৬ ছক্কা ও সমান সংখ্যক চারের মারে ৭৭ বলে ৯৩ রানে অপরাজিত আছেন ওয়ার্নার। এ ছাড়া ৯ চার ও ৫ ছক্কায় ৮৬ বলে ৮৫ রানে খেলছেন মার্শ।
এর আগে ইনিংসের পঞ্চম ওভারে ডেভিড ওয়ার্নারের সহজ ক্যাচ ফেলে দেন ভাইস ক্যাপ্টেন শাদাব খানের বদলে পাকিস্তানের একাদশে জায়গা পাওয়া লেগ স্পিনার উসামা মীর। কুড়িয়ে পাওয়া সুযোগ নিয়ে ঝড় তুলেছেন ওয়ার্নার। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মিশেল মার্শও।
টানা দুই জয়ে বিশ্বকাপ শুরু করলেও ভারতের কাছে হেরে ব্যাকফুটে চলে গেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে পাত্তাই পায়নি ম্যান ইন গ্রিনরা। হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এমন গো-হারা হারের পর তুমুল সমালোচনায় বিদ্ধ হচ্ছেন বাবর আজমরা।
অন্যদিকে, প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয়টিতে জয়ের দেখা পেয়েছে অস্ট্রেলিয়া। জয়ের ধারা ধরে রাখার মিশনে পাকিস্তানের বিপক্ষে দারুণ খেলছে প্যাট কামিন্সের দল।
পাকিস্তান একাদশ- আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হাসান আলী, শাহীন আফ্রিদি ও হারিস রউফ।
অস্ট্রেলিয়া একাদশ- ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশ্যাগনে, জোশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
এমআই