tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৯ অক্টোবর ২০২২, ১০:১৮ এএম

রাজশাহীতে অস্ত্র উদ্ধারের সাথে ছাত্রশিবিরকে জড়িয়ে র‌্যাবের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ


শিবির

রাজশাহীতে অস্ত্র উদ্ধারের সাথে ছাত্রশিবিরকে জড়িয়ে র‌্যাব কর্মকর্তার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।


এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান বলেন, কোনো কারণ ছাড়াই যখন-তখন ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা কিছু র‌্যাব-পুলিশ কর্মকর্তার কু-অভ্যাসে পরিণত হয়েছে, যা জাতি দীর্ঘদিন যাবৎ দেখে আসছে। গত ৭ অক্টোবর রাজশাহীতে অস্ত্র উদ্ধারের নামে নাটকীয়ভাবে র‌্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ঘটনার সাথে ছাত্রশিবিরকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন- যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি তার বক্তব্যের পক্ষে সামান্যতম তথ্য-প্রমাণ দিতে পারেননি। শুধু একটি রাজনৈতিক পক্ষকে অবৈধ ফায়দা হাসিলের সুযোগ করে দিতে পরিকল্পিতভাবে এখানে ছাত্রশিবিরের নাম জড়ানো হয়েছে।

শিবির নেতৃবৃন্দ বলেন, এর আগেও ছাত্রশিবিরকে জড়িয়ে এমন বানোয়াট বক্তব্য দিয়েছেন র‌্যাব-পুলিশের কর্মকর্তারা- যা সময়ের ব্যবধানে মিথ্যা প্রমাণ হয়েছে এবং মিথ্যাচারের জন্য তারা জনগণের ধিক্কার কুড়িয়েছে। নিজ পেশা, জনগণের প্রতি ওয়াদা ও দেশের প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধ থাকলেও তারা এমন দায়িত্বহীন কাজ করতে পারত না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলামী ছাত্রশিবির আদর্শবাদী সংগঠন। আমরা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ পথচলায় বিশ্বাসী, যার সাক্ষী এ দেশের ছাত্রজনতা। এসব অস্ত্র ও মিথ্যাচারের সাথে ছাত্রশিবিরের দূরতম কোনো সম্পর্ক নেই। বরং সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে র‌্যাব-পুলিশ বারবার এমন মিথ্যাচারের অবতারণা করেছে।

নেতৃবৃন্দ অবিলম্বে র‌্যাব কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার এবং ভবিষ্যতে এমন মিথ্যাচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

এমআই