tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৫ এপ্রিল ২০২৪, ১৮:৫৭ পিএম

বেনজীর আহমেদের অর্থের তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে দুদকের চিঠি


5555555

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ কে বিএফআইইউ কে চিঠি দিয়েছ দুদক।


বেনজীর আহমেদ ও পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কী পরিমাণ টাকা জমা হয়েছে ও উত্তোলন হয়েছে, তা আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুদককে জানাতে বলা হয়েছে চিঠিতে।

এসবের পাশাপাশি সূত্র আরও বলছে, সাবেক আইজিপি ও তার পরিবারের সদস্যদের নামে এফডিআর, সঞ্চয়পত্রসহ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক, সাব রেজিস্ট্রি অফিসসহ সরকারের বিভিন্ন দপ্তরেও চিঠি দিয়েছে দুদক।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, বেনজীর আহমেদের দুর্নীতি অনুসন্ধানে দুদক কার্যক্রম শুরু করেছে। দুদকের অনুসন্ধান দল এসব বিষয়ে জানতে বেনজীরকে জিজ্ঞাসাবাদ করবে বলেও জানান তিনি।

গত ৩১ মার্চ ও ২ এপ্রিল একটি জাতীয় দৈনিকে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ নিয়ে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। পরবর্তীতে আরও বেশ কয়েকটি গণমাধ্যমে তার দুর্নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে। এসব প্রতিবেদন আমলে নিয়ে বেনজির আহমেদ ও তার পরিবারের দুর্নীতির বিষয়ে অনুসন্ধান শেষে প্রতিবেদন পেশ করতে হাইকোর্ট দুদককে নির্দেশনা প্রদান করে।

এসএম