tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৬ পিএম

আফগানিস্তান সিরিজ, ওয়ানডে দল ঘোষণা


bangladsh.jpg

আসন্ন আফগানিস্তান সিরিজে তিনটি ওয়ানডের জন্য জন্য তামিম ইকবালকে অধিনায়ক করে সংবাদ বিজ্ঞপ্তিতে দল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


আসন্ন আফগানিস্তান সিরিজে তিনটি ওয়ানডের জন্য জন্য তামিম ইকবালকে অধিনায়ক করে সংবাদ বিজ্ঞপ্তিতে দল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমবারের মতো ওয়ানডে দল জায়গা হয়েছে পেসার এবাদত হোসেন ও ব্যাটার মাহমুদুল হাসান জয়ের। দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ, দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলী।

সর্বশেষ জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়া ৭ জন নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, সাইফউদ্দিন।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে আফগানিস্তান-বাংলাদেশের ৩ ম্যাচের সিরিজটি। ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় এবং ২৮ ফেব্রুয়ারি তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। প্রত্যেকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টা থেকে।

১৫ সদস্যের ওয়ানডে দল:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোঃ মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, ইয়াছির আলী, তাসকিন আহমেদ ও মাহমুদুল হাসান জয়।

এইচএন