tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৭ নভেম্বর ২০২৩, ১৪:৫৭ পিএম

আরও এক বছর বিসিবিতে থাকতে চান পাপন


Screenshot_2023-10-26_211923_20231026_211929148_20231127_142642314

বাংলাদেশের জার্সিতে তামিম ইকবাল সবশেষ মাঠে নেমেছিলেন এ বছরের ২৩ সেপ্টেম্বর। এরপর বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের কারণে বিশ্বকাপ দল থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি। এরপর আর মাঠে ফিরেননি তিনি।


দেশের হয়ে আবার কবে মাঠে ফিরবেন এ নিয়ে আজ বিসিবি সভাপতি এবং দেশসেরা এই ওপেনারের মাঝে বৈঠক হয়েছে। বৈঠক শেষে পাপন গণমাধ্যমকে জানিয়েছেন, সর্বোচ্চ আর এক বছর ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে থাকতে চান তিনি।

তামিমের সাথে বৈঠকের পর বিসিবি সভাপতি বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’

সভাপতি হিসেবে নিজের মেয়াদ শেষের প্রসঙ্গ টেনে পাপন বলেন, ‘আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’ তিনি বলেন, ‘একেকজন একেকটা কথা বলবে। সেটা শুনে একটা ডিসিশন নিব এসবের মধ্যে আমি নাই।’

তিনি আরও বলেন, ‘এই টার্ম তো আর বেশিদিন নাই। আমি আর বেশিদিন নাই। আমার প্ল্যান হচ্ছে, আর একটা বছর আছে। এবং এর মধ্যে যাওয়ার আগে অবশ্যই টিমকে ঠিক করে যাব। সেটা ঠিক হবে কিনা আমি জানিনা। আমি যেটা মনে করি, এটা করা দরকার, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও নিব।’

এনএইচ