সরকার বিরোধীদলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে : মোবারক হোসাইন
Share on:
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন বলেছেন, সরকার শুরু থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণ বানচাল করার জন্য গভীর ষড়যন্ত্র করে। তারা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির পরিবর্তে নির্বাচনকে বাধাগ্রস্ত করার সকল পদক্ষেপ গ্রহণ করে। নির্বাচনের আগে বিরোধীদলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হয়। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে নেতাকর্মীদের আটক করে কারাগারে বন্দি রাখা হয়।
শনিবার (৩০ ডিসেম্বর) যশোর-কুষ্টিয়া অঞ্চল দায়িত্বশীলদের এক সমাবেশ অনুষ্ঠিনে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন ।
মোবারক হোসাইন বলেন, সরকার ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতা কুক্ষিগত করে জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মত চেপে বসে আছে। বারবার নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতা দখলের নেশায় আবারো পুরাতন স্টাইলে সাজানো নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। নিজেদের দলীয় লোকদের স্বতন্ত্র প্রার্থীর নামে ডামি প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনকে
অংশগ্রহণমূলক করার এক আজব থিউরি আবিষ্কার করেছে। এর মাধ্যমে তারা জাতি ও বিশ্ববাসীকে দেখাতে চায় নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে।ফ্যাসিস্ট সরকারের এই চানক্যনীতি দেশবাসীর বুঝতে বাকী নেই।
তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস এবং মানুষের ভোটাধিকার হরণ ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে সরকার বাংলাদেশকে চূড়ান্তভাবে বাকশালী রাষ্ট্রে পরিণত করার দিকে এগিয়ে যাচ্ছে। ভোট ছিনতাইকারীদের হাত থেকে দেশ ও জাতিকে উদ্ধার করতে হবে। জামায়াতসহ প্রায় সকল বিরোধীদল জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছে। সরকার রাষ্ট্রযন্ত্র ও দলীয় ক্যাডারদের ব্যবহার করে ভাত ও ভোটের অধিকার আদায়ের আন্দোলন দমন করতে অগণতান্ত্রিক পথ বেঁছে নিয়েছে। সরকারের প্রতিবন্ধকতা ও জুলুম নির্যাতন সত্ত্বেও জনগণ তাদের
ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, সরকার জনগণের মতামতকে তোয়াক্কা না করে প্রহসনের নির্বাচনের যে আয়োজন করেছে, জনগণ তা কোনো অবস্থাতেই মেনে নিবে না।দেশবাসীকে গণতন্ত্র ধ্বংসকারী সরকারের তামাশা ও ভাগ-বাটোয়ারার নির্বাচন প্রতিরোধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার এবং বর্জন করার জন্য উদাত্ত আহ্বান জানান।
যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান, অঞ্চল টিম সদস্য ও নড়াইল জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মির্জা আশেক এলাহী, ঝিনাইদহ জেলা আমীর জনাব আলী আজম মো.আবু বকর প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি