লেওয়ানডস্কির জোড়া গোলে শীর্ষে বার্সেলোনা
Share on:
নিশ্চিত হারের সামনে দাঁড়িয়েছিলো বার্সেলোনা। মৌসুমে প্রথম হারের স্বাদ নেয়ার জন্য প্রস্তুতিও নিতে শুরু করেছিলো বার্সা সমর্থকরা। কারণ, ম্যাচের ৮১তম মিনিট পর্যন্ত ২-০ গোলে যে দলটি পিছিয়ে, তাদের জয়ের সম্ভাবনা শূন্যের কোটায়।
কিন্তু তাদের কাছে আবার রবার্ট লেওয়ানডস্কির মত স্ট্রাইকারও ছিল। যিনি যে কোনো সময় ম্যাচের ভাগ্য গড়ে দিতে সক্ষম। তেমনটাই হলো শনিবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে। ৮১ এবং ৮৫- এই চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে বসলেন পোলিশ এই স্ট্রাইকার। এরপর ৮৯তম মিনিটে পর্তুগিজ তারকা হোয়াও ক্যান্সেলো করলেন জয়সূচক গোল।
২-০ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচের শেষ ৮ মিনিটে ৩ গোল করে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়লো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সে সঙ্গে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এলো তারা। ৬ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ১৬।
সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে জিরোনা। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। আজ মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোকে হারাতে পারলে তারা উঠবে শীর্ষে।
ম্যাচ শেষে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘এটা ছিল অসাধারণ এক ফিরে আসা। আমরা সাহসের সঙ্গে এ বিশ্বাস নিয়ে খেলেছি যে, যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারবো।’
চ্যাম্পিয়ন্স লিগে বেলজিয়ান ক্লাব অ্যান্টুয়াপ এবং লা লিগায় আগের ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জয় পেয়েছিলো বার্সা। টানা দুই ম্যাচে ৫ গোলের ব্যবধানে জয়, নিশ্চিত বার্সা ফুটবলারদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে; কিন্তু সেই আত্মবিশ্বাসে সেল্টা ভিগো শুরুতেই আঘাত হানে।
নিজেদের মাঠেই ১৯ মিনিটে প্রথম পিছিয়ে পড়ে বার্সেলোনা। ইয়ুর্গেন স্ট্রান্ড লার্সেন প্রথম গোল করে এগিয়ে দেন সেল্টা ভিগোকে। প্রথমার্ধে আর কোনো গোল হলো না। বার্সার আক্রমনগুলো সব ফিরে আসছিলো সেল্টার ডিফেন্স থেকে। ৭৬ মিনিটে আবারও গোল। এবার আরও এগিয়ে যায় সেল্টা। গোল করেন গ্রিক ফুটবলার অ্যানাস্তাসিওস দুবিকাস।
মূলত ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর সেল্টা ভেবেছিলো, তাদের হয়তো জয় নিশ্চিত হয়ে গেছে। যে কারণে একটু ঢিল দিয়ে ফেলেছিলো তারা। যার মূল্য দিতে হয়েছে লেওয়ানডস্কির জোড়া গোল দিয়ে। বার্সা যে সয়লাব শেষ মুহূর্তে তৈরি করেছিলো, তা থেকে আর বাঁচতে পারেনি সেল্টা। গোল হজম করতে হয়েছে আরও একটি। হোয়াও ক্যান্সেলোর গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে স্বাগতিক কাতালান দলটি।
এমআই