বিশ্বের কোনো শক্তিই কাশ্মীরে ৩৭০ ধারা ফিরিয়ে আনতে পারবে না: নরেন্দ্র মোদি
Share on:
বিশ্বের কোনো শক্তিই কাশ্মীরে ৩৭০ ধারা ফিরিয়ে আনতে পারবে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মহাজোটের জয়ের পর দিল্লিতে দলীয় কর্মীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। পরিবারতন্ত্র থেকে তোষণের রাজনীতি, ইস্যু ধরে ধরে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী।
মুখ্যমন্ত্রী পদে বসেই কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর বার্তা দিয়েছেন ওমর আবদুল্লা। তবে বিরোধীদের এই স্বপ্ন সত্যি হবে না বলে জানিয়ে মোদি স্পষ্ট করে দেন শুধুমাত্র বাবাসাহেব আম্বেদকরের সংবিধানই জনগণের কাছে গ্রহণযোগ্য। দ্বিতীয় কোনও সংবিধান হবে না। কেউ কেউ জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরাতে চাইছে। কিন্তু তাদের আজ আমি বলে দিচ্ছি, চাইলেও তারা কেউ ৩৭০ ধারা ফেরাতে পারবে না। এর পাশাপাশি মোদি বলেন, '.. এক হ্যায় তো সেফ হ্যায়'-এর চেতনা তাদের শিক্ষা দিয়েছে যারা জাতি, ধর্ম, ভাষা ও অঞ্চলের নামে মানুষকে যুদ্ধে লিপ্ত করেছে। এটা তাদের শাস্তি দিয়েছে। আদিবাসী, ওবিসি, দলিত, সমাজের প্রতিটি অংশ বিজেপি-এনডিএকে ভোট দিয়েছে। এটি কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের সমগ্র সিস্টেমের চিন্তাধারায় একটি শক্তিশালী আঘাত, যারা সমাজকে বিভক্ত করার এজেন্ডা চালাচ্ছিল।'
কংগ্রেসকে একটি পরজীবী দল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের পক্ষে সরকার গঠন করা ক্রমবর্ধমানভাবে কঠিন হয়ে দাঁড়িয়েছে।’
৩৭০ অনুচ্ছেদের অধীনে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা পুনরুদ্ধারের দাবিতে বিধানসভায় একটি প্রস্তাব পাস হওয়ার কয়েকদিন পরে প্রধানমন্ত্রী মোদির এই মন্তব্য তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র : ইকোনোমিক টাইমস
এফএইচ