tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৬:২২ পিএম

জাতীয় পার্টির জন্য যেসব আসন ছেড়ে দিলো আ.লীগ


image-252193-1702808187

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির জন্য ২৬টি আসন ছেড়ে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।


রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ছেড়ে দেওয়া ২৬ আসন হলো

ঠাকুরগাঁও-৩, কিশোরগঞ্জ-৩, রংপুর-১, নীলফামারী-৪, কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-২, নারায়ণগঞ্জ-৫, গাইবান্ধা-১, গাইবান্ধা-২, সিলেট-৩, নীলফামারী-৩, বগুড়া-২, বগুড়া-৩, ব্রাহ্মণবাড়িয়া-২, চট্টগ্রাম-৮, পিরোজপুর-৩, হবিগঞ্জ-১, মানিকগঞ্জ-১, বরিশাল-৩, সাতক্ষীরা-২, ফেনী-৩, চট্টগ্রাম-৫, পটুয়াখালী-১, ময়মনসিংহ-৫ এবং ময়মনসিংহ-৮ আসন।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।

এনএইচ