tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৮ এপ্রিল ২০২২, ১১:০৫ এএম

থাইল্যান্ড ভ্রমণে কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা থাকছেনা


Thai

থাইল্যান্ড আগামী মাস থেকে আগত পর্যটকদের জন্য প্রাক-আগমন পরীক্ষা বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে। থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষের মতে, ১ মে থেকে, পর্যটকদের টিকা দেওয়ার অবস্থা নির্বিশেষে আসার আগে পরীক্ষা করতে হবে না।


কর্তৃপক্ষ জানায়, যদিও সম্পূর্ণরূপে টিকাপ্রাপ্ত ভ্রমণকারীরা দেশে প্রবেশ করতে এবং কোনও কোয়ারেন্টাইন বিধিনিষেধ ছাড়াই ঘুরে বেড়াতে সক্ষম হবে, তবে টিকাবিহীন দর্শকদের জন্য নিয়মগুলি কিছুটা আলাদা হবে।

টিকাবিহীন পর্যটকদের জন্য নিয়ম

১. যদি কোনও দর্শনার্থী সম্পূর্ণরূপে টিকাপ্রাপ্ত না হয় এবং নেতিবাচক পিসিআর পরীক্ষা ছাড়াই দেশে প্রবেশ করে, তবে তাকে সরকার-অনুমোদিত হোটেলে ন্যূনতম পাঁচ দিনের থাকার জন্য বুক করতে হবে এবং সেখানে কোয়ারেন্টাইন করতে হবে। সেখানে, তাদের ভ্রমণের পঞ্চম দিনে একটি পিসিআর পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করা হবে।

২. তবে, যদি একজন ভ্রমণকারী টিকা না পেয়ে থাকেন কিন্তু দেশে আসার 72 ঘন্টার মধ্যে নেগেটিভ আরটি-পিসিআর পরীক্ষা নিয়ে দেশে আসেন, তাহলে তাদের কোয়ারেন্টাইন করার প্রয়োজন হবে না। তারা দেশজুড়ে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।

এমআই