আইন আদালত
প্রকাশনার সময়: ০১ অক্টোবর ২০২৪, ১৪:৪৯ পিএম
কবির বিন আনোয়ার ও শরিফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা
Share on:
সাবেক আলোচিত মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার এবং বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
এদিন কবির বিন আনোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক মো. জাকারিয়া এবং শরিফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম।
এ ছাড়াও দুদকের পক্ষে মামলার শুনানি করেন প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম।