বিক্ষোভকারীদের উপর গাড়ি উঠিয়ে দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী
Share on:
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, একটি গাড়ি বিক্ষোভকারীদের ওপর উঠিয়ে দেওয়া হয়েছে এবং সড়কের ওপর হতাহতদের দেহ পড়ে আছে।
মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের গাড়ি দিয়ে চাপা দিয়েছে দেশটির সেনাবাহিনী।
আজ রোববার ( ৫ ডিসেম্বর) রাজধানীর ইয়াঙ্গুনে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাউ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ ঘটনায় প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, একটি গাড়ি বিক্ষোভকারীদের ওপর উঠিয়ে দেওয়া হয়েছে এবং সড়কের ওপর হতাহতদের দেহ পড়ে আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্ষোভকারী বলেছেন, ‘আমি একটি ট্রাকের ধাক্কা খেয়ে পড়ে যাই। এক সেনা সদস্য আমাকে তার রাইফেল দিয়ে পেটাচ্ছিল
কিন্তু আমি তাকে ঠেকাই এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই। আমি আঁকাবাঁকা হয়ে দৌঁড় শুরু করলে সে আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সৌভাগ্যবশত আমি পালাতে সক্ষম হয়েছি।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বেসরকারি গাড়িতে সেনারা ছিল এবং সেটি তারা মিছিলের পেছনের অংশে উঠিয়ে দেয়।
বিক্ষোভকারীরা ছড়িয়ে ছিটিয়ে পড়লে তাদের গ্রেপ্তার ও লাঠিপেটা করা হয়। বিক্ষোভকারীদের কয়েক জন মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল।
এ ঘটনার বিষয়ে সামরিক জান্তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এইচএন