tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৫ পিএম

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া


north-korea-20230218152928

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে চলমান উত্তেজনার মধ্যে জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার (১৮ ফেব্রুয়ারি) দ. কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের বরাতে এ তথ্য জানিয়েছে।

জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, ‘পূর্ব সাগরে (জাপান সাগরে) একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।’

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যৌথ সামরিক মহড়া দেওয়ার কথা রয়েছে দক্ষিণ কোরিয়ার। এর আগেই জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল কিম জং উনের দেশ।

জাপানের কোস্টগার্ডও জানিয়েছে উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যেটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়া যৌথ মহড়া দেওয়ার ঘোষণা দেওয়ার পরই উত্তরের পররাষ্ট্র মন্ত্রণালয় হুমকি দেয়। তারা জানায়, মহড়া দেওয়া হলে ‘অভাবনীয়’ ব্যবস্থা নেওয়া হবে।     

সূত্র: আল জাজিরা

এমআই