tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১০ জানুয়ারী ২০২৪, ১৮:৩০ পিএম

সংসদ সদস্য পাপুয়া নিউগিনির নাগরিক কি না তদন্তের নির্দেশ হাইকোর্টের


high-court-ntv

দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াহেদ পাপুয়া নিউগিনির নাগরিক কি না তা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


বুধবার (১০ জানুয়ারি) এই আদেশ দেওয়া হয়েছে।

মোহাম্মদ আব্দুল ওয়াহেদ পাপুয়া নিউগিনির নাগরিক বলে অভিযোগ উঠেছে। ময়মনসিংহ-১১- আসনে নৌকা প্রতীকের প্রার্থী কাজিমুদ্দীন আহমেদের হয়ে ব্যারিস্টার তানজীব উল আলম এ বিষয়ে রিট পিটিশন দায়ের করেন। পরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চার সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেন। একইসঙ্গে আব্দুল ওয়াহেদের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া, গেজেট প্রকাশ কেনো অবৈধ হবেনা জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট।

দ্বাদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে ৯৫ হাজার ২৮০ ভোট পেয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়াহেদ। সংসদ সদস্য আজ হিসেবে শপথ নিয়েছেন তিনি।

রিটকারী ব্যারিস্টার তানজীব উল আলম জানান, যদি প্রমাণ হয় আব্দুল ওয়াহেদ পাপুয়া নিউগিনির নাগরিক তবে, তার সংসদ সদস্যপদ চলে যাবে। তিনি আরও বলেন, পাপুয়া নিউগিনির নাগরিক হলে তিনি বাংলাদেশেরই নাগরিক নন। এ ক্ষেত্রে তার সংসদ নির্বাচনও বৈধ নয়।

এমএইচ