tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ২৬ জানুয়ারী ২০২৩, ১০:৫৬ এএম

ঢাবিসহ অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থী বহিষ্কার


du-daily-bangladesh-1674660093

একাধিক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারসহ ১জনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।


বুধবার (২৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠক থেকে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ইভটিজিং, বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধবিরোধী আচরণ ও অ্যালকোহল গ্রহণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত কলেজের ১০৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও এক জনকে স্থায়ী বহিষ্কারসহ ১০৯ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

স্থায়ী বহিষ্কার ছাত্রের নাম জীম নাজমুল। তিনি বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক ছাত্র ছিলেন। মধ্যরাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে আইনশৃঙ্খলা পরিপন্থি আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ী বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন, বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধবিরোধী আচরণসহ নানা কারণে ১০৯ জনকে দুই থেকে চার বছরের শাস্তি দেওয়া হয়েছে।

এনএইচ