রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা নয়: জেলেনস্কি
Share on:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলারুশে আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ইতোমধ্যেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান সংঘাত থামাতে বেলারুশে পৌঁছেছে রাশিয়ার একটি প্রতিনিধি দল।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলারুশে আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ইতোমধ্যেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান সংঘাত থামাতে বেলারুশে পৌঁছেছে রাশিয়ার একটি প্রতিনিধি দল।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, বেলারুশ থেকে যদি রাশিয়া ইউক্রেনে হামলা না চালাতো তাহলে হয়তো মিনস্কে এই আলোচনা হতে পারতো। তবে সেই পরিস্থিতি এখন আর নেই। সে কারণে তিনি বেলারুশে গিয়ে আলোচনায় বসতে রাজি নন।
অন্য যে কোনো শহরে আলোচনার জন্য দরজা খোলা আছে বলেও জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, যদি আপনার অঞ্চল থেকে আগ্রাসন না চালানো হতো তবে মিনস্কে আলোচনা হতে পারতো। তবে অন্য যে কোনো শহরে আলোচনা হতে পারে।
তিনি বলেন, অবশ্যই আমরা শান্তি চাই। আমরা সাক্ষাৎ করতে চাই এবং এই যুদ্ধ শেষ করতে চাই। বেলারুশের বদলে ওয়ারশ, ব্রাটিসলাভা, বুদাপেস্ট, ইস্তাম্বুল অথবা বাকু শহরে আলোচনার জন্য রাশিয়ার কাছে প্রস্তাব রেখেছেন তিনি।
জেলেনস্কি বলেন, যে অঞ্চল থেকে আমাদের ওপর কোনো আগ্রাসন চালানো হয়নি তেমন কোনো শহরে আলোচনায় বসা যায়। একমাত্র আলোচনার মাধ্যমেই যুদ্ধের অবসান ঘটতে পারে।
এদিকে টানা চতুর্থ দিনের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের সেনারা।
কিয়েভসহ ইউক্রেনের শহরগুলোতে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রুশ সেনারা।
ইউক্রেনের জরুরি সেবা দপ্তর জানিয়েছে, সেখানে রকেট হামলা চালানো হয়েছে। এতে একজন নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাশিয়ার হামলায় ইউক্রেনে কমপক্ষে ২৪০ বেসামরিক হতাহতের খবর পাওয়া গেছে।
অন্য দিকে, হামলার চতুর্থ দিনে পুর্ব ইউরোপের দেশ ইউক্রেনের আরও দুটি শহর অবরোধ করার কথা জানিয়েছে রাশিয়া। ওই দুটি শহরের বড় বড় স্থাপনাগুলো নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন রুশ সেনারা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে ইউক্রেনে সামরিক আগ্রসন শুরু করেছে রাশিয়া। সংকট নিরসনে আলোচনায় বসতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনমুখী সৈন্য অগ্রগতি স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কিয়েভ আলোচনা প্রত্যাখ্যান করায় শনিবার ফের অগ্রসর হতে শুরু করে রুশ বাহিনী।
এইচএন