tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২২ অক্টোবর ২০২২, ১৯:১৩ পিএম

বাউফলের প্রত্যেক ইউনিয়নে ‘ফ্রী মেডিকেল ক্যাম্প’ কার্যক্রম অব্যাহত থাকবে : ড. মাসুদ


মাসুদ

বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাউফলের প্রত্যেক ইউনিয়নে ‘ফ্রী মেডিকেল ক্যাম্প’ কার্যক্রম অব্যাহত থাকবে। শুক্রবার (২১ অক্টোবর) ‘ফ্রী মেডিকেল ক্যাম্প’ পরিদর্শনকালে তিনি একথা বলেন।


তিনি বলেন, আমরা বাউফলের প্রত্যেক ইউনিয়নে ফ্রী মেডিকেল ক্যাম্প চালু রেখেছি। এসব সেবা কার্যক্রমে আমরা শুধু চিকিৎসাপত্র দিচ্ছি না, পাশাপাশি রোগীদের মাঝে ঔষধ প্রদান, চিকিৎসা উপকরণ বিতরণ, চক্ষু রোগীদের বিনামূল্যে ফ্রি চশমা প্রদান ইত্যাদি অব্যাহত রেখেছি। আজ বাউফলের ছোট্ট একটি পরিসরে আমরা ঢাকা থেকে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসককে এখানে নিয়ে এসেছি। খবর পেয়ে এখানে শত শত অসহায় রোগী ছুটে এসেছেন। বাস্তবিকভাবে তাহলে বাউফল উপজেলাবাসীর চিকিৎসা সেবা কতটা অপ্রতুল! এখানে আমাদের অনেক বোনেরা এসেছেন, মায়েরা এসেছেন, ছোট ছোট বাচ্চারা চিকিৎসা সেবা নিতে এসেছেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, আগামী দিনে প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক পর্যায়ে গিয়ে আমরা সকল মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে আমাদের সাথে স্থানীয় বেশ কিছু প্রতিষ্ঠান কোম্পানী সম্পূর্ণ ফ্রী সৌজন্য হিসেবে ঔষধ সহ নানা উপকরণ সরবরাহ করেছে। আমরা সেসব প্রতিষ্ঠান ও ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের জন্য দোয়া করি ঐ সকল প্রতিষ্ঠান গুলোকে মহান আল্লাহ যেন মানুষের কল্যাণে আরও কাজ করার সুযোগ করে দেন। এটা কাল পরোকালে যেন উক্ত প্রতিষ্ঠানের মালিক পক্ষের নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল করেন। আগামী দিনেও আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশা করি। আজ আমরা এখানে অনেক বয়ঃবৃদ্ধ রোগীদের নানা জটিল রোগের সেবা চিকিৎসা প্রদান করেছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এই‘ফ্রী মেডিকেল ক্যাম্প’ কার্যক্রমে উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নাজমুল হোসেন, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জাকিয়া ফারহানা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত কর্তাব্যক্তিগণ সহ স্থানীয় সাধারণ দুই শতাধিক রোগী চিকিৎসা সেবা প্রার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি

এমআই