tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৩ ডিসেম্বর ২০২১, ১০:২৫ এএম

ওমিক্রন ইস্যুতে জরুরি বৈঠকে মোদি, ফের লকডাউনের পথে ভারত ?


ওমিক্রন.jpg

ভারতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের সংখা দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে ফের লকডাউন মানে ভারতের অর্থনীতিতে আবার একটি বড় আঘাত। সবে ঘুরে দাঁড়াতে আরম্ভ করেছে দেশটির অর্থনীতি।


ভারতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের সংখা দ্রুত বাড়ছে। গতকাল বুধবার ( ২২ ডিসেম্বর) সংখ্যাটি পৌঁছে গেছে ২১৩। ডেল্টার থেকে তিনগুন বেশি সংক্রামক এই ভাইরাস নিয়ে চিন্তার ভাঁজ কেন্দ্রীয় স্বাস্থ্য অধিকারিকদের কপালে।

এমন পরিস্থিতিতে ফের লকডাউন মানে দেশের অর্থনীতিতে আবার একটি বড় আঘাত। সবে ঘুরে দাঁড়াতে আরম্ভ করেছে ভারতীয় অর্থনীতি। অন্যদিকে ওমিক্রন সংক্রমণ।

কিন্তু, বুধবার দেশে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়েছে।এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বৈঠকে বসছেন কোভিড স্টেকহোল্ডারদের সঙ্গে। থাকছেন বিভাগীয় সচিবরাও।

উল্লেখ্য, আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে পারেন মোদি। আরও বেশি কঠোর অনুশাসন।

দেশটিতে সপ্তাহের শেষ দিকে দুদিনের লকডাউন, কনটেনমেন্ট জোন বাড়ানো, হাসপাতালে কোভিড পরিষেবা তৈরী রাখা ইত্যাদি বিষয় অগ্রাধিকার পাবে এই বৈঠকে।

এইচএন