শান্তি আলোচনার চেয়ে ‘আইস হকি’ খেলা ভালো : পুতিন
Share on:
ইউক্রেনে যুদ্ধ এড়ানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনার চেয়ে ‘আইস হকি’ খেলা ভালো বলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পুতিন সঙ্গে ম্যাক্রোঁর ৯ মিনিটের কথোপকথন হয়েছিল, যেখানে পুতিন এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (৩০ জুন) ফ্রান্স টু-এ প্রচারিত একটি তথ্যচিত্রে প্রকাশ করা হবে। সংবাদ ফ্রান্সের প্রধান রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল দ্য টেলিগ্রাফের।
পুতিন বলেন, সত্যি বলতে— আমি আইস হকি খেলতে যেতে চেয়েছিলাম। এখানে আমি শারীরিক পরিশ্রম শুরু করার আগে স্পোর্টস হল থেকে আপনার সঙ্গে কথা বলছি। তবে প্রথমে আমি আমার উপদেষ্টাদের সঙ্গে কথা বলব, তার পর জানাব।
রুশ নেতা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিন্দা জানিয়ে বলেন, মিনস্ক চুক্তি বাস্তবায়নে কিছুই করছেন না জেলেনস্কি।
এ ছাড়া বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে পুতিনের আরও একটি কথোপকথনও তথ্যচিত্রে দেখানো হবে।
এইচএন