সমাজের বঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে জামায়াত : হেলাল উদ্দিন
Share on:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন , ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সমাজের বঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে জামায়াতের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে ।
বৃহস্পতিবার ( ৪জানুয়ারি ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন উত্তর থানার উদ্যোগে রাজধানীর পল্টনে এবং রমনা থানার উদ্যোগে রাজধানীর মালিবাগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন ।
শীতবস্ত্র বিতরণকালে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে হযরত মুহাম্মদ (সা:)। তিনি অসহায় মানুষের সেবা করে আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়ে গেছেন। এরই ধারাবাহিকতায় আজকে আমরা সমাজের সুবিধা বঞ্চিত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। সিলেট, কুড়িগ্রাম, পঞ্চগড় সহ বাংলাদেশের যেখানেই এদেশের মানুষ বিপদে পড়েছে সেখানেই সাহায্য ও সহযোগিতা নিয়ে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান ছুটে গেছেন। এমনকি তিনি ভিন্ন ধর্মাবলম্বী অসহায় মানুষের পাশেও ছুটে গেছেন, সেখানে ধর্ম-বর্ণ, দল-মত কোন পার্থক্য করেননি। অথচ সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে মানবতার ফেরিওয়ালা এই বয়োবৃদ্ধ মানুষকে একবছরেও অধিক সময় কারাগারে বন্দী করে রেখেছে। আমরা অবিলম্বে আমীরে জামায়াত সহ সকল শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবী জানাচ্ছি। জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী, গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে সমাজের বঞ্চিত, অবহেলিত ও অসহায় মানুষকে সহযোগিতা অব্যাহত রেখেছে। সরকারের শত নিপীড়নের মধ্যেও জামায়াতের মানবতার কল্যাণের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, সরকার প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করতে ব্যস্ত থাকায় তীব্র শীতের মাঝেও শীতার্ত মানুষের দিকে তাকানোর সুযোগ পাচ্ছেনা। এমতাবস্থায় চরম জুলুম নির্যাতনের মাঝেও দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী এসকল অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তিনি সামর্থ্যবান ব্যাক্তিদের এসব অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, সমাজের অসহায় মানুষকে ভুলে গেলে চলবে না, সামর্থ্য অনুযায়ী শীতবস্ত্র, কম্বলসহ বিভিন্ন সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ আজকে বিবেক শূন্য হয়ে জুলুমের পথ বেঁছে নিয়েছে। তারা দেশের মানুষকে খুন করেছে, গুম করেছে, অন্যায়ভাবে পুলিশ দিয়ে ধরে নিয়ে যাচ্ছে। জনগণ মুক্তি চায়, জনগণ দ্রব্যমূল্যের নিষ্পেষন থেকে পরিত্রাণ চায়, মানুষ স্বস্তিতে বসবাসের উপযোগী একটি বাংলাদেশ চায়। আজ বাংলাদেশের মানুষ আওয়ামী সরকারের এই একতরফার নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তাই অবিলম্বে আজ্ঞাবহ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল বাতিল করে সবার আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে হবে। সময় এসেছে এখন এই স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর থেকে কঠিনতর আন্দোলন সংগ্রাম গড়ে তুলে তাদের পতন নিশ্চিত করতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে সঠিক নেতৃত্ব নির্বাচন করে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ।
পল্টন উত্তর থানার উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণে ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও থানা আমীর মুজিবুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য শাহীন আহমদ খান, থানা সেক্রেটারি এডভোকেট সুলতান উদ্দিন, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পুর্বের সভাপতি তাকরিম হাসান, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অপরদিকে রমনা থানার উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণে ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও রমনা থানার ভারপ্রাপ্ত আমীর আবু আশরাফের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য আবু জাওয়াদ, থানা কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ আল ফারুক, আবু মুসা, যুবনেতা আহামেদ আলী সরকার, মোরশেদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি
এসএইচ