tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অর্থনীতি প্রকাশনার সময়: ২১ মে ২০২৩, ১৬:২৫ পিএম

আমদানি হলেই কমে যাবে পেঁয়াজের দাম : বাণিজ্যমন্ত্রী


9

আমদানি হলেই পেঁয়াজের দাম কমে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার (২১ মে) রাজধানীর বাড্ডায় এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।


টিপু মুনশি বলেন, অনেকেই হয়তো বেশি দাম পাওয়ার জন্য পেঁয়াজ রেখে দিয়েছেন। আমরা ১০০ ভাগ পেঁয়াজ মজুত রেখেছি। কিন্তু তারপরও দাম যথেষ্ট বেড়েছে। আইপি (ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি) অনুমতি দিলে দাম কমে যাবে।

তিনি বলেন, পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এলসি সমস্যা নয়। আমদানির ক্ষেত্রে সমস্যা হলো- আইপি না দেওয়া। সম্প্রতি ভারত থেকে আমরা ডলারে আমদানি করছি না। টাকা ও রুপিতে আমদানি করছি। তাই ডলারের দামের সঙ্গে আমাদের আমদানিতে সমস্যা নেই।

এবি