tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৩ অগাস্ট ২০২৪, ০৯:৪০ এএম

কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক প্রার্থী মনোনীত


kmlaa

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দলীয় প্রতিনিধিদের ভোটে আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। মনোনীত হতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন। খবর বিবিসির।


হ্যারিস প্রথম কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নারী যিনি একটি বড় মার্কিন রাজনৈতিক দলের হয়ে হোয়াইট হাউসের জন্য লড়তে যাচ্ছেন৷ নভেম্বরে রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।

গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেন সরে যাওয়ার ঘোষণা দিয়ে ডেমোক্রেট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন জানান। পরে তিনি দলীয় প্রতিনিধিদের ভার্চুয়াল ভোটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মনোনয়ন পেলেন।

গতকাল শুক্রবার (৩ আগস্ট) বিকেলে দুই হাজার ৩৫০ জন প্রতিনিধির সমর্থন পেয়ে মনোনয়ন নিশ্চিত করেন কমলা হ্যারিস। টেলিফোনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমরা আমেরিকার প্রতিশ্রুতিতে বিশ্বাস করি এবং এটিই আমাদের প্রচারণার বিষয়।’ হ্যারিস আরও বলেন, ‘আমরা আছি, আমরা রাস্তায় আছি। কাজটি সহজ হবে না, তবে আমরা এটি সম্পন্ন করতে যাচ্ছি।’

ডেমোক্র্যাটরা বলেছেন, তিন হাজার ৯২৩ জন প্রতিনিধি, যা অংশগ্রহণকারীদের ৯৯ শতাংশ কমলা হ্যারিসকে ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন। প্রার্থী বাছাইয়ের এই ভোট গত বৃহস্পতিবার শুরু হয় এবং সোমবার শেষ হবে।

৫৯ বছর বয়সী হ্যারিস ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে জন্মগ্রহণ করেন। দলের প্রায় ২০০ বছরের ইতিহাসে তিনিই প্রথম ডেমোক্রেটিক মনোনীত প্রার্থী, যিনি পশ্চিমাঞ্চলীয় রাজ্য থেকে এসেছেন।

সান ফ্রান্সিসকোর আঞ্চলিক অ্যাটর্নি থেকে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল এবং তারপর মার্কিন সিনেটর হয়ে জাতীয় রাজনীতিতে আসেন কমলা হ্যারিস।

নির্বাচনি দৌড় থেকে বাদ পড়ার আগে বাইডেন সহজেই ডেমোক্রেটিক প্রাইমারিতে জয় পেয়েছিলেন। তার বয়স সম্পর্কে ভোটারদের উদ্বেগ থাকা সত্ত্বেও তিনি কঠোর বিরোধিতার সম্মুখীন হননি এবং দলের জাতীয় সম্মেলনে ৯৯ শতাংশ প্রতিনিধির সমর্থন জিতেছিলেন।

গত জুনে ৮১ বছর বয়সী ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে ভালো করতে না পারায় বাইডেন সরে যাওয়ার জন্য দলের মধ্যে থেকে ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হন। কমলা হ্যারিস সোমবারের মধ্যে তার রানিং মেটের (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) নাম ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এসএম