tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ১৮ জানুয়ারী ২০২২, ১৪:৫৮ পিএম

শাবিপ্রবি শিক্ষার্থীদের নামে মামলা করেছে পুলিশ


শাবিপ্রবি.jpg

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্তব্যকাজে বাধা দেওয়া, গুলিবর্ষণ ও হত্যার উদ্দেশে মারধরের অভিযোগে অজ্ঞাতনামা ২০০-৩০০ শিক্ষার্থীকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্তব্যকাজে বাধা দেওয়া, গুলিবর্ষণ ও হত্যার উদ্দেশে মারধরের অভিযোগে অজ্ঞাতনামা ২০০-৩০০ শিক্ষার্থীকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে সিলেটের জালালাবাদ থানায় এ মামলা করেন উপপরিদর্শক (এসআই) মো. আবদুল হান্নান।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী।

তিনি বলেন, এ মামলায় শিক্ষার্থীদের ধরপাকড় করা হচ্ছে না। তাই উত্তেজিত হওয়ার কিছু নাই। ওই ঘটনায় পুলিশের অস্ত্র-গুলি গেছে, জাস্টিফিকেশনের জন্য মামলাটি করতে হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্ট বডির পদত্যাগসহ তিন দফা দাবিতে কয়েকশ' ছাত্রী আন্দোলন শুরু করেন।

এরপর ১৬ জানুয়ারি শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করলে পুলিশ এসে তাদের লাঠিপেটা, গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

তবে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

এইচএন