রাজনীতি
প্রকাশনার সময়: ১২ এপ্রিল ২০২৩, ২১:৩০ পিএম
ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে জামায়াতের শোক
Share on:
বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১২ এপ্রিল) ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এই শোকবাণী প্রদান করেন।
শোকবাণীতে মুজিবুর রহমান বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী ‘জাতীয় ঔষধ নীতি’ প্রণয়নে বিরাট অবদান রেখে গেছেন। তিনি ‘গরীবের ডাক্তার’ হিসেবে খ্যাতি লাভ করেন। তিনি দেশ, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
তিনি আরও বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন তার ভালো কাজগুলোর জন্য উত্তম প্রতিদান দিন এবং তার পরিবার-পরিজনদের ধৈর্যধারণ করার তাওফিক দান করুন। প্রেস বিজ্ঞপ্তি
এমআই