tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৪ জানুয়ারী ২০২২, ১৯:৪৬ পিএম

ভারতকে হারিয়ে ২-০তে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা


kohli.jpg

ক্রিকেটের অন্যতম পরাশক্তি সফরকারী ভারতকে টানা দুই টেস্টে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।


ক্রিকেটের অন্যতম পরাশক্তি সফরকারী ভারতকে টানা দুই টেস্টে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

আজ শুক্রবার (১৪ জানুয়ারি) কেপটাউন টেস্টের চতুর্থ দিন বা তৃতীয় ম্যাচে বিরাট কোহলি বাহিনীকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ডিল এলগার এন্ড কোং।

চতুর্থ দিন জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১১১ রান। হাতে ছিল ৮টি উইকেট। ভারত যে হারতে যাচ্ছে তা তৃতীয় দিন শেষেই অনেকে বুঝে ফেলে।

কারণ, একই রকম ব্যবধান ও পরিস্থিতিতে জোহানেসবার্গ টেস্টেও জয় পায় প্রোটিয়ারা। তাই এই টেস্টেও সফরকারীদের পরাজয় দেখে ফেলে অনেকে। শেষ পর্যন্ত হলোও তাই। চতুর্থ দিন মাত্র একটি উইকেট শিকার করতে পেরেছে ভারত।

৪১ রানে ভন ডার ডুসেন এবং ৩২ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন টেম্বা ভুবামা। এছাড়া দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৮২ রান করেছেন কিগান পিটারসেন ও ৩০ রান করেন অধিনায়ক ডিন এলগার। এর আগে সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট জিতেছিল ভারত।

সংক্ষিপ্ত স্কোর

টস: ভারত


ভারত ১ম ইনিংস:

২২৩/১০ (৭৩.৩ ওভার) বিরাট কোহলি ৭৯, পূজারা ৪৩
জানসেন ৫৫/৩, রাবাদা ৭৩/৪

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস:

২১০/১০ (৭৬.৩ ওভার) পিটারসেন ৭২, বাভুমা ২৮, জাসপ্রিত বুমরা ৪২/৫, শামি ৩৯/২, যাদব ৬৪/২

ভারত ২য় ইনিংস:

১৯৮/১০ (৬৭.৩ ওভার) পান্ট ১০০, কোহলি ২৯
লুঙ্গি ২১/৩, জানসেন ৩৬/৪, রাবাদা ৫৩/৩

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস:

২১২/৩ (৬৩.৩ ওভার) পিটারসেন ৮২, এলগার ৩০, ভন ডার ডুসেন ৪১*, বাভুমা ৩২* শার্দূল ২২/১, শামি ৪১/১

এইচএন